মানিক দাস//
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি।
শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে বাংলাদেশে দূর্ভিক্ষ চলছে। সকল পন্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমি এই সরকারের কাছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রের দাবী করছি না, আমি এ সরকারে পতন দাবী করছি। আগামী দিনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে যে কোন আন্দোলনের ডাক আসবে সকল নেতা-কর্মীদের সফল করার আহ্বান জানাচ্ছি।
চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহাজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. জাকির হেসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সারোয়ার গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাছানাত, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. নয়ন ভূঁইয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিসান আহমেদ প্রমুখ।