মানিক দাস // বৈশ্বিক করোনা ও অমিওকন মহামারীতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে চাঁদপুর-ঢাকা ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী নৌযানগুলোতে কোনভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লঞ্চ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে যাত্রীসাধারণ সরকারের এই আদেশ অমান্য করে যাত্রী সেজে যাতায়াত করছে।
মঙ্গলবার সকালের চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। শতকরা ৮০ জন লোকের মুখে মাক্স ছাড়া স্ব স্ব গন্তব্যে যাচ্ছে। বিআইডব্লিউটিএ এবং লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীসাধারণের কোনভাবেই স্বাস্থ্যসেবার বিষয়ে অবগত করছে না।চাঁদপুর-ঢাকা নৌ পথে চলাচলকারী দু একটি জাহাজে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দিলেও বাকি সব লঞ্চের নেই এই ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায় চাঁদপুর জেলা চাঁদপুর ও আশপাশের জেলা থেকে আগত ঢাকার যাত্রীরা মাক্স ব্যবহার না করে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ চলাচল করছে। যাত্রীসাধারণ মনে করে দেশে করোনা বা অমিওকন নামের কোন রোগে নেই। লঞ্চের অধিকাংশ যাত্রীরা নিজেদের স্বাধীন মনোভাব নিয়ে এখনো চলছে। অনেক যাত্রীর সাথে দেখা গেছে ছোট বাচ্চা রয়েছে। সেই শিশু সন্তানটি সুন্দর জীবনের কথা চিন্তা না করে শিশুটিকে নাকে মুখে মাস্ক না পরিয়ে এমনিতেই স্বাভাবিক চলাচল করেন।
এম ভি রহমত ও আব এ জমজম লঞ্চের চাঁদপুরের দায়িত্বে থাকা মালিক পক্ষের প্রতিনিধি বিল্পব সরকার বলেন, আমাদের লঞ্চ গুলোতে সরকারের নির্দেশ মানা হচ্ছে। যাত্রীদের কে লঞ্চে উঠার সময় হ্যাণ্ড স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের কে মাস্ক ব্যবহার করার জন্য প্রচার করা হয়।অন্য কোনো লঞ্চে স্বাস্হবিধির বিষয়ে অবগত করা হয় কিনা আমরা বলতে পারিনা। তবে সকল লঞ্চে এ বিষয়ে সচেতন হয়ে সরকার ঘোষিত নির্দেশ মেনে চলা প্রয়োজন বলে মনে করছি।