মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিসংখ্যান আইন ২০১৩ এর আলোকে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পে আসন্ন শুমারী উপলক্ষে উপজেলা স্থায়ী কমিটির এক সভা গতকাল বুধবার মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. সায়েদুল আলমের স্বাগত বক্তব্যে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা স্থায়ী কমিটির উপদেষ্টা মনজুর আহমদ।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. আকলিামা জাহান, ভেটেরিনারী সার্জন ডা. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ওয়াহিদ মো. সালেহ, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, মো. দ্বীন ইসলাম প্রমুখ।
সভায় মনজুর আহমদ বলেন, পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিসংখ্যান আইন ২০১৩ এর আলোকে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পে আসন্ন শুমারীতে দেশের ধনী-গরীব নির্বিশেষে সকল খানার আর্থ-সামাজিক ও জনতাত্বিক তথ্য সম্বলিত একটি সমৃদ্ধ তথ্য ভান্ডার গড়ে তোলার লক্ষে সরকার শুমারী শুরু করতে যাচ্ছে। আর মহতি উদ্যোগ সফল
করতে সকলের সহযোগিতাসহ প্রচার-প্রচারণার মাধ্যমে শুমারী সফলভাবে সম্পন্ন করতে হবে। নভেম্বর মাসের শুরুতে দেশ ব্যাপি এ শুমারীর কাজ শুরু হবে।