নিজস্ব প্রতিনিধি
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
এক শোক বার্তায় সরকারপ্রধান নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে রোববার বিকেলে শতাধিক যাত্রীবাহী একটি নৌকাডুবিতে ২৪ জনের প্রাণহানি ঘটেছে।