শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ‘মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন ‘ চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা। পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়েন  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন  আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন ও নবীন বরণ সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন  অভিনব কায়দায় কম্বলের ভিতর গাঁজা // অটো চালকের বুদ্ধিমতায় মাদক কারবারি আটক কোড়ালিয়া পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ  প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই

পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনার প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ পলক(ভিডিও-সহ)

  • আপডেটের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৩ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার॥
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা ও প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুই দিনের সরকারি সফরে তিনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে বিকেলে স্বপরিবারে চাঁদপুর মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাটে এসে পৌঁছান। সেখানে প্রতিমন্ত্রী ও পরিবারের সদস্যদেরকে স্বাগত জানান চাঁদপুরে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

লঞ্চঘাট থেকে প্রতিমন্ত্রী স্বপরিবারে অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে চাঁদপুরের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য মন্ডিত এলাকা বড় স্টেশন মোলহেড পরিদর্শন করেন। সেখানে সূর্যাস্তের মনমোগদ্ধকর দৃশ্য দেখে তিনি বিমোহিত হন।

প্রতিমন্ত্রী বলেন, তিন নদীর মোহনার এমন অপরূপ দৃশ্য বাস্তবে না দেখলে বিশ্বাস হবে না। আমার কাছে নদী উপকূলীয় শহরটি খুবই ভাল লেগেছে।

এরপর প্রতিমন্ত্রী স্পীডবোডযোগে শহরের মোলহেড হেড তিন নদীর মোহনা, পুরান বাজার হরিসভা মেঘনা পাড়, শহরের আশপাশ ভ্রমন শেষে ডাকাতিয়া নদী হয়ে পুরাণ বাজার ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

 

কলেজে সদ্য স্থাপিত ৭ মার্চ চত্বর, শহীদদের স্মরণে নির্মিত অনির্বাণ উত্তরাধিকার এবং কলেজের প্রাকৃতিক পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। কলেজটির মনোরম পরিবেশ দেখে তিনি অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে ধন্যবাদ জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এমন সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এই পরিবেশ দেখে আমি নিজেও গর্ববোধ করছি।
প্রতিমন্ত্রী ভ্রমনকালে শহরের মোলহেড ‘রক্তধারা’, তিন নদীর মোহনায় গোধূলী বেলার দৃশ্য, পুরান বাজার কলেজের ‘৭ মার্চ চত্বর’ ‘অনির্বাণ উত্তরাধিকার’ ও কলেজের বিভিন্ন স্থানে স্বপরিবারে এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে স্থীর চিত্র ধারণ করেন।


শহরের প্রধান পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেড প্রতিমন্ত্রী উপস্থিত হলে সেখানে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ভ্রমনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সফিকুল ইসলাম ও ফরিদা ইলিয়াছ প্রমূখ।

প্রতিমন্ত্রীর প্রোগ্রাম সূচির মাধ্যমে জানাগেছে, রাতে তিনি চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এরপর একই স্থানে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং এ- আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রতি ব্যাচের সর্বোচ্চ দুইজন ফ্রিল্যান্সারের মাঝে লেপটপ বিতরণ করবেন।

দুপুর সাড়ে ১২টায় মতলব দক্ষিণ উত্তর উদমদী গ্রামে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com