মানিক দাস //
পদ যাত্রার নামে সারাদেশে বিএনপি জামাত তাদের মিত্রদের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাধনীতির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল তিনটায় আপনার এই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগরম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় শান্তি সমবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। j
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় আমরা জাতির জনককে হারিয়ে ছিলাম। বঙ্গবন্ধুর অনুসারী ৪ নেতাকেও কারাগারে হত্যা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমত বঙ্গবন্ধুর জেষ্ঠ কণ্যা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান।
আজকে বিশ্ব নন্দীন নেত্রী শেখ হাসিনা। তিনি রাজনীতি করেন গণমানুষের জন্য। আজকে দেশের প্রতিটি শিশু স্কুলে যায়, বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পায়। আজ প্রতিটি গ্রামের মানুষ বিনমূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। আজ ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে, শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। আজ আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলে নদীর তলদেশ দিয়ে অপটিক্যাল কেবল দিয়ে বিদ্যুত পৌছে দেওয়া হয়েছে। মানুষের কল্যানের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজ দেশে যারা অরাজকতা করতে চাচ্ছে তারা স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, ৭৫ এর ১৫ আগষ্টের হত্যাকারী।

তিনি বলেন, এ আওয়ামীলীগের জম্ম দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য। এ আওয়ামীলীগ দেশের উন্নয়ন করে দিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। রাজনিতী হলো জনগনের সেবা, আর বিএনপি হলো দেশের জনগনকে ধ্বংস করার রাজনৈতিক দল।যে স্বাধীনতা বিরোধী ও হত্যা কারিকে বুকে টেনে নিয়ে রাজনিতী করে তাদের কে রাস্ট্র ক্ষমতায় বসিয়ে দেশবাসীর সাথে বেঈমানি করেছে।তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করে খান্ত হয়নি। শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন এ বিএনপি। দেশ বাসী তাদেরকে আর রাস্ট্র ক্ষমতায় দেখতে চায়না।

অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন রাস্তায় যেন কোনো যানজট করা না হয়। সে জন্য আমরা আজকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে হয়েছে। তারা জনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেনা তাই তারা নতুন করে দেশে জ্বালা ও পুরাও করতে চেষ্টা করছে। আমরা বিএনপি জামায়াত কে রুখতে হবে। তারা জানে নির্বাচনের মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় আসতে পারবেন না তাই নির্বাচনকে বানাচাল করতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি যখনি কোনো কর্মসূচী দেয় তখন দেশের জনগন আতন্কে থাকে। আর সেই আতন্ক থেকে জনগনকে রক্ষা করতে আজকে আমাদের এই শান্তির সমাবেশ। বিএনপি ২০১১ সালে থেকে ২০১৫ সাল পর্যন্ত বাসে, ট্রাকে, ট্রেনে আগুন দিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট গ্যানেট হামলা করে নেতা দের হত্যা করে। তার নকশা করেছিল তারেক রহমান। তারা জানে জনগনের ভোটে আর ক্ষমতায় আসতে পারবে না তাই তারা এ ধরনের পায়তারা করছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক তম্ময় সুজিত রায় নন্দি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ডঃ সেলিম মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, ইন্জিনিয়ারি আঃ রব ভূইয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার,
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাহেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি লিয়াকত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার প্রমূখ।