মানিক দাস // পবিত্র মাহে রমজানকে ঘিরে চাঁদপুরে মৌসুমি ফলের বাজার সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে পরেছে। সিন্ডিকেট চক্রটি কঠোর লকডাউনকে পুজি করে মৌসুমি ফলের দাম বাড়িয়ে দিয়েছে। এ সময়ে মৌসুমি ফলের যে দাম থাকার কথা তার দ্বিগুন বৃদ্ধি করেছে।তাতে সাধারন ক্রেতারা পরেছে বিপাকে। পবিত্র মাহে রমজানে মুসলিম সম্প্রদায়ের মানুষ সারা দিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার করার জন্য বিকালের পর থেকে ইফতারের আয়োজনে ফল ফলাদি ক্রয় করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে।শহরের বেশ কয়েক জন খুচরা ফল বিক্রেতাদের সাথে কথা বললে তারা বলেন আমরা চৌধূরী ঘাটের আড়ৎ গুলো থেকে বেশি দামে ফল কিনতে হয়।
যার ফলে আমরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। করোনার কারণে সরকার লকডাউন দেয়াতে পণ্য পরিবহন বন্ধ থাকায় মালা মাল আসতে পারছে না। যাও আসে তাও বেশি দামে কিনা চাঁদপুর শহরে ফলের বাজারে এতটাই আগুন যা ক্রেতা সাধারনের ক্ষমতার বাইরে। তরমুজ পিচের পরিবর্তে ৮০/১০০টাকা কেজি, বাঙ্গি পিচ ৮০/৯০ টাকা, পেয়ারা কেজি ১ ০০ টাকা, বেল প্রতি পিচ ৫৯/৮০ টাকা, ডাব প্রতি পিচ ৬০/৭০ টাকা, আনারস প্রতি জোরা ১০০/১২০ টাকা, আপেল প্রতি কেজি ১৭০/১৮০ টাকা, মাল্টা প্রতি কেজি ১৬০ টাকা, আঙ্গুর সাদা প্রতি কেজি ৪৫০ টাকা, আঙ্গুর লাল প্রতি কেজি ২৫০ টাকা, আতাফল প্রতি কেজি ১৬৯ টাকা, পাকা আম প্রতি কেজি ১৬০/১৮০ টাকা, মন্ডাফল প্রতি কেজি ৬০/৮০ টাকা, ডাব প্রতি পিচ ৭০/৮০ টাকা বিক্রি করা হচ্ছে। এতটাই দাম নেয়া হচ্ছে তাতে করে সাধারন ক্রেতারা চরম ভাবে হিমসিম খেতে হচ্ছে।