স্টাফ রিপোর্টার : চাঁদপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী পাল বাজারের কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদের পক্ষ থেকে কোভিট-১৯ মোকাবেলায় সরকারের প্রধান নিদেশনা সকল কে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এটি বাস্তবায়নে পবিত্র ঈদুল আযহার নামাজ পূর্বে ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে শহরের দুটি মসজিদের মুসল্লিদের সাজিকেল মাস্ক প্রদান করা হয়।
গত ১ আগষ্ট শনিবার পবিত্র ঈদুল আযহার নামাজ পূর্বে ঐতিহ্যবাহী চৌধুরী জামে মসজিদ ও বকুলতলা রেলওয়ে জিলানী জামে মসজিদের প্রায় ৪০০ মুসুল্লীদের সাজিকেল মাস্ক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ বাদশা ভুইয়া,সহসভাপতি মোঃ হারুনুর রশিদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তপাদার, কাযকরী সদস্য হাজী মোঃ দুদু মিজি ও মোঃ মজিবুর রহমান বেপারীর সাবিক তও্বাবাধায়নে মাস্ক বিতরণের দায়িত্বে ছিলেন সংগঠনের কাযকরী সদস্য আঃ রহমান তালুকদার।
উল্লেখ্য,এদিকে সরকারের ঘোষিত কোভিট -১৯ মোকাবেলায় নো- মাস্ক, নো পন্য। এ নীতি অনুসরণ করে কাঁচা মালের ব্যবসায়ীরা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ী কাযক্রম পরিচালনা করায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ বাদশা ভুইয়া।