পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় সরকারি (পিএন) উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ্ পিএএ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর আনজুম অনিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি।
প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, মেলায় প্রদর্শনী ছাড়াও সপ্তাহব্যাপী চলবে ফ্রি ভ্যাটেনারি মেডিকেল ক্যম্প, ভ্যাক্সিনেশন কার্যক্রম, খামার স্থাপনে প্রযুক্তি বিষয়ে খামারিদের বিভিন্ন পরামর্শ দেয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মুতাসিম বিল্লাহ। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।