মানিক দাস // চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য রঘুনাথপুর ডব্লিউ রহমান জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় আহত ৩ কিশোর মারাত্মক ভাবে আহত হয়েছে। এর মধ্যে এক কিশোরের অবস্হা আশংন্কাজনক। মঙ্গলবার বিকালে ডব্লিউ রহমান জুট মিলের সামনে বেপরোয়া গতিতে ৩ কিশোর মোটর সাইকেল চালিয়ে চাঁদপুর শহরে প্রবেশ করার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে সজোরে ধাক্কা দেয় তাতে ৩ কিশোর মারাত্মক ভাবে আহত হয়।
তারা হলোঃ রঘুনাথপুরের খলিলুর রহমানের ছেলে সম্রাট হোসেন (১৫), কবির গাজীর ছেলে রহমত (১৫),ও ফরিদগঞ্জের কালির বাজার এলাকার শিপন হোসেনের ছেলে মিরাজ হোসেন (১৭)।তবে মিরাজ হোসেনের অবস্হা আশংন্কা জনক। আহত ৩ কিশোরকে ঢাকা মেডিকেলে রেপার করা হয়েছে। মিরাজ হোসেনের পরিবারের লোকজন পরিবারকে বহুবার খবর দেয়া হলো রাত সাড়ে ৮ টায় তার মাকে হাসপাতালে আনা হয়।
জানাযায় মিরাজের বোনকে সবে মাত্র ক দিন পূর্বে বিবাহ দেয়া হয়েছে। জামাইকে ব্যবসা করার জন্য টাকা দিবে বলে ঘরে ৬০ হনজার টাকা তার মা ঋন করে এনে রাখে। দূর্ঘটনার দিন মিরাজ সেই টাকা চুরি করে নিয়ে আসে। তার বন্ধু তুহিনের সাথে মোটরসাইকেলে চাঁদপুরে এসে দূর্ঘটনায় আহত হয়।হাসপাতালে তাদের আনা হলে মিরাজের পকেট থেকে তুহিন ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হলে রাতে মিরাজের মা আসলে বিষয়টি জানতে পারলে অনেকেই বলাবলি করেন এযেন মরার উপর গরাড় ঘা।