মানিক দাস // ৯ নভেম্বর শনিবার লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস উপলক্ষে ঘৃত প্রদীপ প্রজ্জোলন করা হবে। চাঁদপুর শহরের পুরান বাজার লোকনাথ মন্দিরে ও নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রজ্জলন করা হবে।
সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তরা দিন ভর উপবাস থেকে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করবে । সন্ধ্যার পর ভক্তরা মন্দিরের ধূপতি, ধূপ, প্রদীপ, ঘৃত,আগরবাতি, মোমবাতিসহ আনুসাঙ্গিক পূজার সরঞ্জামাদি নিয়ে মন্দির গুলোতে সমবেত হবে। পরে পুরোহিতের সাথে মন্ত্রপাঠ করে নিজেকে পরিশুদ্ধ করে নেবে। বিগত বছরের ন্যায় এ বছর ও পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্হাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটবে বলে মন্দির কতৃপক্ষ আশাবাদী। ভক্তরা উপবাস ব্রত পালন করে ঘৃত প্রদীপ প্রজ্জলনে অংশ গ্রহন করবে।ঘৃত প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে মন্দিরের সভাপতি প্রমোদ দাস ও সাধারন সম্পাদক দীপক রায় ঘৃত প্রদীপ প্রজ্জলনে যেসব ভক্ত অংশ গ্রহন করবে সে সকল ভক্তকে যথা সময়ে পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্হাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। ঘৃত প্রদীপ প্রজ্জলন শেষে ভক্তরা মেঘনা নদীতে ভাসানো হবে।