মানিক দাস // প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ১২ ফেব্রুয়ারী বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।
প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে ও নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডঃ কালাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চতুরঙ্গেন মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ।
তিনি বলেন, আমি মুগ্ধ। আমি ধন্য।কারণ যার হাত ধরে আমি মঞ্চ নাটকে প্রবেশ করেছি সেই গুরু মজিবুর রহমান দুলাল কে আমার হাত দিয়ে সম্মাননা ক্রেস্ট দিতে পেরেছি। প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুয়েল এক দিন বড় নৃত্য শিল্পী হবে, নৃত্য প্রশিক্ষক হবে। তার হাত ধরে সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে। মাইকে কথা বলতে বলতে এখন ঘুমের মাঝেও কথা বলি। সংস্কৃতির মাধ্যমে চাঁদপুর আরো আলোকিত হবে এমন প্রত্যাশা। বৃত্ত থাকলে হবে না চিত্ত থাকতে হবে।আমাদের কে মানুষ চিনে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাট্যাভিনেতা মোবারক হোসেন শিকদার, ব্যবসায়ী মুহাম্মদ আমীনুর রহমান। আরো বক্তব্য রাখেন দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এম আই মমিন খান,মুক্তা আক্তার, অনুভুতি ব্যক্ত করেন সংবধিত আব্দুল খালেক বিশ্বাস , জসীম মেহেদী, এম আর ইসলাম বাবু, কবির মিজি, মজিবুর রহমান দুলাল, পি এম বিল্লাল হোসাইন, গুনীজন সংবধনা দেয়া হয়,ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ, অ্যাডঃ আবুল কালাম সরকার, নাজমুল হক তালুকদার শিপন,সোমা দত্ত, জসীম মেহেদী, মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক বিশ্বাস, এম আর ইসলাম বাবু, মানছুরা আক্তার কাজল, কবির হোসেন মিজি , পি এম বিল্লাল হোসাইন প্রমুখ।
প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নতুন কুঁড়ি খ্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, শিশু থিয়েটার নৃত্য বিভাগ ও প্রতিভা সাংস্কৃতিক সংগঠন।