স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তর প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক ‘আমরা যদি না জানি’ শীর্ষক উপজেলা পর্যায়ে ভিডিও চিত্রের মাধ্যমে সচেতনতানূলক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সচেতনতামূলক ভিডিও চিত্রের বিষয় ছিলো -নিজেকে জানা, যৌন হয়রানি হতে নিজেকে রক্ষা করা, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করতে বন্ধুদের ভূমিকা। উপজেলার মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা তথ্য অফিসার তাছলিমা আক্তার ও ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশিকুর রহমান। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্সার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, প্রথমে আমি মানুষ তারপর আমি নারী। নারীরা এখন আর অবহেলার পাত্র নয়। সর্বক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা কোন অংশে কম নয়। এখন আর ঘরে বসে নেই। নারীরা বিমান বাহিনীতে পাইলটও রয়েছে।
তবুও সমাজে কোন কোন স্থানে শিশু ও কিশোরীদের ওপর বিভিন্ন ভাবে অত্যাচার হয়ে থাকে। নারীদের কূ-প্রকৃতিক লোকদের অত্যাচারের প্রতিবাদ নিজেদেরই করতে হবে। নিজেকে অপরাধী না ভেবে অভিভাবকদের কাছে ঘটনাটি বুঝিয়ে বলতে হবে। সচেতনতামূলক সভার ভিডিও চিত্রের মাধ্যমে নিজেকে জানা, যৌন হয়রানি হতে নিজেকে রক্ষা করা, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করতে বন্ধুদের ভূমিকা শীর্ষক ভিডিও চিত্র প্রর্দশন করা হয়।