মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের একাধীকবারের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ শারীরিক অসুস্থতার কারণে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। সেখানকার ডাক্তাররা তাকে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন।
দেলোয়ার হোসেন দানেশ গত ২৪ ফেব্রুয়ারী চিকিৎসার জন্যে ভারত গমন করেছেন। যাবার আগে একাধিকবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে এখানকার ডাক্তাররা তাকে ভারতে চিকিৎসার জন্যে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
অসুস্থতার জন্যে তিনি যাবার সময় সবার সাথে যোগাযোগ করে বলে যেতে পারেননি। তাই তিনি সবার কাছে তার অসুস্থতার জন্যে দোয়া প্রার্থী। আল্লাহতায়ালা যেনো তাঁকে সহিসালামতে সুস্থভাবে দেশে ফিরেয়ে আনেন তার জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। ভারতের চেন্নাইয়ের হাসপাতাল থেকে মুুঠোফোনে তিনি এ তথ্য জানিয়েছেন।