এমকে মানিক পাঠান
ফরিদগঞ্জে গৃহবধূ মিশুর হত্যাকারী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে । গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজের শিক্ষার্থী সহ এলাক্রা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও এলাকাবাসী ওই মানব বন্ধনে অংশ গ্রহন করে খুনি সুজনের ফাঁসি দাবি করেছে।
বুধবার দুপুরে মিশুর নিজ ইউনিয়ন ১৬ নং (দক্ষিন) রুপসা ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকায় এ মানববন্ধনে শতশত শিক্ষাথী অংশ গ্রহন করেছে। এ সময় এলাকাবাসীর সঙ্গে কোমলমতি শিক্ষার্থীরা মিশুর হত্যাকারী সুজনের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে খুনির দ্রত ফাঁসি কার্যকর করার দাবি করেন।
এদিকে মিশুর হত্যাকারী খুনি সুজনের ফাাঁসির দাবিতে ফরিদগঞ্জ ছাড়া গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্ত ফরিদগঞ্জ উপজেলা সামাজিক ও মানবিক উন্নয়ন সোসাইটির ব্যানারে ঢাকায় থাকা ফরিদগঞ্জের লোকজন মানব বন্ধন করেছে।
উল্লেখ্যে, গত সোমবার ভোরে হতদরিদ্র এক গৃহবধূ মিশুকে একই এলাকার বখাটে যুবক মাদক সেবী সুজন এলোপাতাড়ি কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। ঘটর্না ৩৪ ঘন্টা পর পুলিশ ওই খুনি সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে সুজন নিজ হাতে মিশুকে হত্যা করার ঘটনা স্বীকার করেছে বলে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব নিশ্চিত করেছেন।