ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের দূর্গাপুর গ্রামে নানার বাড়ি থেকে পাওনা ওয়ারিশের সম্পত্তি ভোগদখলকে কেন্দ্র করে দুই খালাতো ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন আহত। এর আগে এক পক্ষ প্রতিপক্ষের জায়গা থেকে বেশ কয়েকটি সুপারি গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পরস্পর বিরোধী উত্তেজনা রয়েছে।
এলাকাবাসী ও হামলার শিকার পরিবারের সদস্যরা জানায়, উপজেলার দূর্গাপূর গ্রামের নানার বাড়িতে দুই খালাতো ভাইয়ের পরিবারের ওয়ারিশের সম্পত্তি ভোগ দখল নিয়ে একলাশপুর গ্রামের সূজন মৃধার সাথে পাশ্ববর্তি রায়পুর উপজেলার চর পাতা গ্রামের আল আমিনের সাথে বিরোধ রয়েছে। এরা দুজনেই একে অপরের আপন খালাতো ভাই।
গত ২৮ মার্চ সকালে আল আমিন একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দূর্গাপুর গ্রামে তার নানার বাড়িতে থাকা সূজনের জায়গায় থাকা সুপারি গাছ কাটতে থাকে।এ খবর পেয়ে সুজন ঘটনাস্থলে এসে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আল আমিন ও সুজন দুজনেই আহত হয়েছে।
এ নিয়ে সুজন বাদী হয়ে তার আপন খালাতো ভাই আল আমিন সহ তার পিতা মাতা সহ ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সূজনের অভিযোগ পেয়ে গতকাল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।