মানিক দাস // ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ফরিদগঞ্জে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতিয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে ও জেলা প্রশাসক কামরুল হাসানের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে নোংরা পরিবেশে খাবার উৎপাদন, তারিখ ও মূল্য না দেয়ার কারনে ঢাকা ফুড বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তৃপ্তি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে মেডিসিন কর্নার ফার্মেসীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান।