বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ইয়ার লা‌ঞ্চিং ও‌ দুস্থ‌দের মা‌ঝে খাবার বিতরণ চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে মাদকসহ আটক ২  চাঁদপুরে জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে  কালীবাড়ী মন্দিরে লীলা ও পদাবলী কিত্তনে ভক্তের সমাগম চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

ফার্মেসিতে গৃহবধূর ৬ টুকরো লাশ: মূলহোতাসহ গ্রেপ্তার ৩

  • আপডেটের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ব্যারিস্টার আ.মতিন মার্কেটের ‘অভি মেডিকেল হল’ নামে একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন জোৎস্না (৩৫) নামের এক মহিলার ছয় টুকরা লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় জড়িত মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সংস্থাটি বলছে, ‘অভি মেডিকেল হল’ ফার্মেসীর থেকে শাহনাজ সবসময় ওষুধ কিনতেন। শাহনাজ কিছুদিন ধরে বেশ কিছু গোপনীয় শারীরিক সমস্যায় ভুগছিলেন। ওই সমস্যার সমাধানের জন্য সুপরামর্শের জন্য গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে জিতেশের ফার্মেসীতে গেলে চিকিৎসার কথা বলে প্রতারণা মূলকভাবে অপেক্ষায় রেখে ঘুমের ওষুধ খাইয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে শাহনাজকে। বিষয়টি শাহনাজ সবার কাছে বলে দেয়ার কথা জানালে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। লাশটিকে পরিকল্পিতভাবে ৬টি অংশে বিভক্ত করে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার নুরের চালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জিতেশ চন্দ্র গোপ (৩০), অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও অসীত গোপ (৩৬)। শনিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানান।

 তিনি বলেন, নিহত শাহনাজের স্বামী ছরকু মিয়া সৌদি আরব প্রবাসী। তারা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে থাকতেন। তার ২ ছেলে ও ১ মেয়ে ছিলো।

সংবাদ সম্মেলনে মুক্তা ধর জানান, ভুক্তভোগী শাহনাজ পরিবারের সকল সদস্যদের ওষুধ জিতেশের মালিকানাধীন ‘অভি মেডিকেল হল’ ফার্মেসী থেকে কেনেন। সেই হিসেবে জিতেশের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। শাহনাজ কিছুদিন ধরে বেশ কিছু গোপনীয় শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সিআইডি জানায়, ওই সমস্যার সমাধানের জন্য সুপরামর্শের জন্য ১৬ ফেব্রুয়ারি বিকেলে জিতেশের ফার্মেসীতে আসে। পরে ফার্মেসীর ভিতরে প্রাথমিক চিকিৎসা কক্ষে তাকে বসিয়ে রাখে ও কাস্টমারের ভিড় কমলে তার সাথে কথা বলে সমস্যার সমাধানের জন্য সঠিক ওষুধ তাকে প্রদান করা হবে বলে জানায় গ্রেপ্তাররা। পরে তাকে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে ওই প্রাথমিক চিকিৎসা কক্ষে ঘুম পড়িয়ে রাক্ষে শাহনাজকে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুক্তা ধর বলেন, ওই দিন রাতে জিতেশ বাহিরে তালা দিয়ে চলে যায়। আশপাশের সব দোকান বন্ধ হলে ও রাত আরও গভীর হলে তারা পুনরায় তালাবদ্ধ ফার্মেসী খুলে এনার্জি ড্রিংকস পান করে। তারপর তারা ভিকটিমকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, ধর্ষণের বিষয়টি শাহনাজ তার পরিবারের সদস্য ও অন্যান্যদের কাছে প্রকাশ করার কথা বললে, আসামিরা তাকে হত্যা করার পরিকল্পনা করে। সে হিসেবে তারা পরস্পর যোগসাজসে ভিকটিমের ওড়না গলায় পেঁচিয়ে এবং বালিশ দিয়ে মুখ চেপে ধরে তাকে হত্যা করে। তারপর লাশটি ধারালো ছুরি দিয়ে মাথা , দুই হাত, দুই পা এবং বুক- পেটসহ ৬টি অংশে বিভক্ত করে ফেলে।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, লাশটি সরানোর জন্য দোকানে থাকা ওষুধের কার্টুন দিয়ে খন্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মেসী তালা দিয়ে তারা চলে যায়। পরবর্তীতে সুবিধাজনক সময়ে ভিকটিমের লাশের খন্ডিত অংশগুলো মাছের খামারে ফেলে দেয়ার পরিকল্পনা ছিল বলে জানায়। কিন্তু ভোর হয়ে যাওয়ায় ও লোকজন চলে আসায় তারা সেই কাজটি করতে পারেনি।

এই ঘটনার পর সিআইডির এলআইসি শাখার একাধিক দল আসামিদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় অভিযান চালিয়ে জিতেশকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার পৌর এলাকায় অভিযান চালিয়ে অনজিৎ ও অসীত গোপকে গ্রেপ্তার করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com