নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে এবং ফেনী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় পবিত্র রমযান মাসে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সোহেল চাকমা ফেনী সদরের রানীরহাট এবং কাজীরবাগ বাজারে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মুদি ও সবজি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় এবং বিক্রয় রশিদ এবং মূল্য তালিকা হালনাগাদ আছে কিনা তা যাচাই করা হয়।
এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৪ টি মুদি দোকানকে মোট ৮,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সেসাথে ব্যবসায়ীবৃন্দকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, মূল্য তালিকা প্রতিদিন হালনাগাদ করার জন্যে এবং ভোক্তাসাধারণকে নির্দিষ্ট দূরত্বে রেখে পণ্য বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ লাইন থেকে একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।