মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью.

বঙ্গোপসাগরে অর্ধশত ট্রলারে ডাকাতির খবর

  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ২৬৯ বার পঠিত হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া ও কচিখালী এলাকায় জেলে বহরে দস্যুরা সশস্ত্র হামলা চালিয়ে অন্তত অর্ধশত ট্রলারে ডাকাতি ও ৩ ট্রলারসহ ৪৫ মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় জেলেরা বাধা দিলে তাদের পিটিয়ে আহত করা হয়। বুধবার দুপুরে দস্যুদের জিম্মিদশা থেকে ফিরে আসা ৮ জেলে এ তথ্য নিশ্চিত করেছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।

তবে কোন বাহিনী এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি ফিরে আসা জেলেরা। ফিরে আসা জেলেরা হলেন- শাহ আলম কালু, মো. রফিক, সোলায়মান, মো. কবির, আবদুর রহিম, মো. মুসা, নয়ন ও শাহিন মিয়া। অপহৃত মাঝির মধ্যে সেলিম ফরাজী মালিকানা এফবি রনি ট্রলারের মাঝি সোহরাব, হায়দারের মালিকানা এফবি মায়ের দোয়ার হায়দার ও হানিফা, ফিরোজ বিশ্বাসের মালিকানা এফবি মায়ের দোয়ার মাঝি আবদুল হকের নাম জানা গেছে। তাদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কালিয়ারখাল, রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা গ্রামে। এদের মধ্যে শাহ আলম কালু মিয়া জানান, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সুন্দরবনের নারিকেলবাড়িয়া ও কচিখালী এলাকায় সারিবদ্ধভাবে ট্রলার অপেক্ষা করছিল।

এ সময় একটি ট্রলারে অন্তত ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র দস্যু বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলেন। জেলেরা চিৎকার ও বাধা দিলে দস্যুরা লাঠি দিয়ে তাদের পিটিয়ে আহত করেন। পরে অস্ত্রের মুখে জেলেদের ট্রলারে ঢোকান। এ সময় আট মাঝিকে মারধর করে ছেড়ে দেয়া হয়। তিনি আরও জানান, ওই ট্রলারের ভেতরে অন্তত ৩৫ জন মাঝিকে হাত-পা বাঁধা অবস্থায় দেখা গেছে। এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক ফিরোজ বিশ্বাস জানান, তার ট্রলার এবং মাঝি আবদুলসহ ১০ জনকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দস্যুদের হাতে আহত আটজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ বলেন, গত মঙ্গলবার রাত থেকেই আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে ট্রলার মালিকদের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনও মাঝি বা ট্রলার উদ্ধার হয়নি। বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ডের অতিরিক্ত সদস্য টহলে রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com