মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ কবর থেকে জুলাই বিপ্লবে শহীদ আল আমিনের লাশ উত্তোলন স্থগিত। চাঁদপুরে বিএনপির বিশাল জনসমাবেশ সংস্কারের নামে কোন তালবাহানা চলবে না, তালবাহানা না ক‌রে নির্বাচ‌নের নি‌র্দিষ্ট তা‌রিখ ঘোঘণা করুন ….. বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু  আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুর মহা শ্মশানের বাৎসরিক ২৪ প্রহর হরিনাম সংকীর্তন  বিএন‌পির জনসভায় জাতীয়তাবাদী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের অংশগ্রহণ মতলব উত্তরে ঠেটালীয়া গ্রামে ৯ বছরের শিশু নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টা পর উদ্ধার ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি কচুয়ার কৃতি সন্তান মামুন মোল্লা ” শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের ৭৪তম বার্ষিক ত্রুীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত “ বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ  বিএনপির কর্মসূচির আগে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও গুনীজন সম্মাননা সম্পন্ন

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪১ বার পঠিত হয়েছে

চট্টগ্রাম থেকে ফিরে মানিক দাস // বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমীতে উদ্ধোধক ছিলেন প্রিমিয়ার বিশ্ব বিদ্যালয়ের উপাধ্যক্ষ ডঃ অনুপম সেন। সভাপতিত্ব করেন মোসলেম উদ্দিন।

শুরুতে করোনায় যাদের হারিয়েছে তাদের স্মরনে নিরবতা পালন করেন।চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় উদ্ধোধকের বাক্তব্যে তিনি বলেন, শত বছর আগের ছবিতে আঁকা ছবি প্রানীকে হত্যা করা হচ্ছে। এটিও একটি শিল্প। এসব ফুটিয়ে তুলা তা করতে পারে থিয়েটার ফেডারেশন। এজন্য থিয়েটার হলো শৈল্পীক প্রকাশ।

প্রধান মন্ত্রী বলেছেন রাজনৈতিক বিদরা কিছু করতে পারছিলেন না তখন শিল্পীরাই প্রতিবাদ জানিয়েছিলেন। বিশ্বের সব দেশে বিশাল বিশাল আন্দোলন হয়েছে তখন থিয়েটার কর্মীরাই এগিয়ে এসেছেন সবার আগে। ফরাসি বিল্পবেও থিয়েটার কর্মীরাই ছিল। কবর নাটক ১৯৫০ সালে রামেন্দ্র মজুমদার, আলি জাকেররা করেছে। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। নাটকের বক্তব্য হলো এমন গনতন্ত্র চাই যে গনতন্ত্র মানুষের কথা বলে। শুনেছি গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধে দ্বিধা দ্বন্দ সৃস্টি হয়েছে তা উপেক্ষা করে আজকে আপনারা সম্মেলন করছেন তা সুন্দর।

অন্যান্য বক্তারা বলেন, আমরা মঞ্চ কর্মী। এক ও অভিন্ন। চট্টগ্রাম বিভাগ একটি শক্তিশালি কমিটি। ঢাকায় নাট্য সংগঠন সরকারি অর্থ পায় ৭০/৮০ হাজার টাকা পায়। আর মফস্বলের সংগঠন গুলো পায় ৩০ হাজার। তাহরে কি ঢাকায় নাট্য চর্চা বেশি করা হচ্ছে। আপনারা প্রস্তুত থাকবেন আমরা আন্দোলন করতে পারি। আমাদের প্রশিক্ষন নেয়া প্রয়োজন। নাটকের সকল বিষয়ে যত বেশি কর্মশালা করা হবে তাহলে নাট্যাঙ্গন আরো বেগবান হবে।আমাদের চাওয়া বেশি, পাওয়াটা অপ্রতুল। আজকে এখানে তিন বছর পর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন হচ্ছে তাতে আমাদের মাঝে মিলন মেলা দেখা দিয়েছে।

আমরা তৃতীয় বিশ্ব যুদ্ধের পর আমরা আজকে একত্রিত হয়েছি। তা থাকবে সবাই একত্রিত হয়ে কাজ করবো।একটি কালো থাবা এখন ফেডারেশনের উপর থাবা দিতে চাইছে। তারা স্বাধীনতার শত্রু। বাংলাদেশে যত গুলো সাংস্কৃতিক মোর্চা রয়েছে তার মধ্য সবচেয়ে বড় ও শক্তিশালী মোর্চা হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ সংগঠনের মাধ্যমে দেশের প্রায় সাড় ৩ শ সংগঠন নেতৃত্রীত্ব দিচ্ছে।আমাদের কে কেউ বিভক্ত করতে পারবে না। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নাটক করে গনতন্ত্রর পক্ষে।

আমার কর্মটি আমাকেই করতে হবে।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সৃস্টি হয়েছে আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা স্বোচ্চার হবো। করোনা মহামারিতে শীল্প সংস্কৃতিতো দূরের কথা আমাদের সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। আমরা এখন গৃহ হতে বেড়িয়ে এসেছি,আমাদের শিল্প সংস্কৃতি আবার বেগবান হবে।স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বিভাগে নাট্যান্দোলন শুরু হয়েছে, কা এখনো চলছে। ৭ জনকে সম্মাননা প্রদান করা হয়। তার মধ্যে ৩ জন জীবিত ৪ জন মরনোত্তর।জীবীতদের মধ্যে বর্নচোরা নাট্য গোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, কুমিল্লার শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের দিপক চৌধুরী । মরনোত্তর সম্মাননা দেয়া হয় কাল পুরুষের শান্তনু বিশ্বাস, কথক থিয়েটারের সুভময় ভট্টাচার্য, তির্যক নাট্য দলের তপন ভট্টাচার্য ও সেট নির্মাতা সুব্রত।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্পাদক মন্ডলীর সদস্য সাহাদাত হোসেন খান হিলু,প্রশিক্ষন সম্পাদক অভিজিত সেন গুপ্ত, সাবেক সভাপতি মন্ডলির সদস্য সুচরিত দাস খোকন, অলক ঘোষ পিন্টু,সঞ্জিব বড়ুয়া,সাইফুল ইসলাম, তাপস রক্ষিত , সহিদুল করিম মিন্টু, শহিদ পাটোয়ারীর, শুভ্রা বিশ্বাস প্রমুখ। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৩৩ টি নাট্য সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সম্মেলনে অংশগ্রহণ করে। বিকাল ৩ টায় সম্মেলনের দ্বিতৃয় অধিবেশন শুরু হয়। তাতে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com