গোলাম নবী খোকনঃ বাংলাদেশের প্রখ্যাত লালন সাধক ও সঙ্গীতজ্ঞ, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সন্মানিত সভাপতি এবং সারা বিশ্বে বাংলা লোকসঙ্গীতের ফেরিওয়ালা বাউল শফি মন্ডল বেড়াতে এসেছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চন্তপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ কাস্টমস এর ডেপুটি কমিশনার ও বাংলাদেশ বাউল লোকশিল্পী সংস্থার ট্রেজারার সাইদুল আলম রুবেল এর বাড়ি ‘ ভাবনগরে‘ ।
বাউল গান নিয়ে তিনি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আরব আমিরাত , ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে লালন সঙ্গীত সহ এদেশের লোকসঙ্গীত কে ফেরি করে বেড়ান। সারা বিশ্বে রয়েছে তাঁর অগণিত ভক্ত শ্রোতা। আমরা আজকে যে লালন সঙ্গীত শুনি তার মধ্যে প্রায় আড়াই শতাধিক লালন সঙ্গীতের যেগুলোর সুর প্রায় হারিয়ে গিয়েছিল সেগুলোর নতুন করে সুর করেছন এই সাধক। কিছুদিন পূর্বে তিনি তাঁর গুরুর আদেশে খেলাফত প্রাপ্ত হন। তিনি কুষ্টিয়ার কৃতি সন্তান এবং তাঁর গুরুর জন্মস্থান নদীয়া, ভারত।
সাধক বাউল শিল্পী শফি মন্ডলের সফর সঙ্গী হিসাবে এসেছেন,বিশিষ্ট লালন গবেষক ও বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হিরক রাজা, বিশিষ্ট লালন শিল্পী সংস্থার সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান ভুট্টাে, ২০০৯ সালের ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন পলাশ চন্দ্র শীল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ২০২২ সালের ম্যাজিক বাঙালিয়ানা মেন্টর ডলি মন্ডল, বাংলাদেশের জনপ্রিয় তবলা বাদক সুমন সাহা, এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় পারকেশন শিল্পী সোহেল খান ও বিশিষ্ট বংশীবাদক আরিক হোসেন।