ঠাকুরগাঁও প্রতিনিধি
মো আবুল হাসান
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাহাব উদ্দীন নামে এক মাদ্রাসা ছাত্র গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
৬মে সোমবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবার।
সাহাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ী গ্রামের একরামুল হকের ছেলে। সে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
ওই মাদরাসার নৈশ্য প্রহরী নুরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে ৬মে সোমবার দুপুরে ফলাফল পাওয়ার পর বিকালে গ্যাস টেবলেট খায় সাহাব উদ্দীন। পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীর বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।