মানিক দাস :
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার পূর্বে মেলার বিজয় মেলার শুভেচ্ছা ক্রেস্ট সংগঠনের কমর্কর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশানার পূর্বে সংক্ষিপ্ত অালোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। তিনি তার বক্তব্যে বলেন, মেলার স্মৃতিচারনের পর সাংস্কৃতিক পরিবেশনা দীর্ঘ ২৮টি বছর ধারাবাহিক ভাবে চলেঅোসছে। অামার বিশ্বাস বিজয় মেলার এ ধারবাহিক অনুষ্টান মালা দীর্ঘ বছর পর্যন্ত চলবে।
বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের অাহবায়ক তপন সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, মহাসচিব হারুন অাল রশীদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, স্মৃতিচারন পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইয়াকুব অালী মাস্টার, মাঠ মঞ্চ পরিষদেরর অাহবায়ক ইয়াহিয়া কিরন, যুগ্ম অাহবায়ক মানিক দাস, স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব অভিজিত রায়,
পরিষদেরর যুগ্ম অাহবায়ক শরীফুল ইসলাম, স্বপ্ন কুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুলতান অাক্তার সেতু, সিনিয়র সহ সভাপতি মোঃ অাবু ইউসুফ টিপু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, কোষাধ্যক্ষ মেহেরাজ প্রমূখ।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহনকারী শিল্পীবৃন্দ নৃত্যে স্মৃতি, রাহাত, সীমা হাসান, নুপুর, নাজি, মানিক, সাগর, নাজিম, দিপু, রায়হান, মিতু, মরিয়ম, সোহাগী, সাদিয়া, অাইরিন, কুলছুমা, ইভা, মেঘলা, জ্যোতি, সামিয়া, সবুজ, উজ্জ্বল, মুক্তি, মামুন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে রাত ৭টায় স্মৃতিচারন পর্বে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারন করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।