রেজওয়ান আলী,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি-ইংরেজী নববর্ষ ২০২১ ইং উপলক্ষে বিরামপুর বাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুর থানা ওসি মনিরুজ্জামান। এক পর্যায় তিনি সর্বস্থরের মানুষ সহ দেশ ও বিরামপুর বাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন,পুরনো দিন ও বছরের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
দেশ তথা বিশ্ববাসী বর্তমানে বৈশ্বিক মহামারি করোনার ভয়াল থাবায় জর্জরিত ও আতংকিত। এই মহামারী থেকে মুক্তির জন্য সবাইকে সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা ও নৈকট্য লাভ করতে হবে। আশা করেন ২০২১ইং সন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে মহান রাব্বুল আলামিনের কৃপায় সবার জন্য অর্জন ও সাফল্যের বছর হয়ে উঠবে এটা আমার বিশ্বাস।
আসুন পূরনো দিনের গ্লানি মুছে নতুন বছরের স্বপ্নকে বুকেঁ ধারণ করে সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নেই। এই দেশটাকে একটি সুখী,সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলি ও মানুষের প্রতি ভালবাসার হাত বাড়িয়ে দেই এবং শ্রদ্ধাশীল হই। এমনটি বুঁকে লালন করলেই আমরা নতুন বছরের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো। আমরা যদি দেশের প্রতি অকৃতিম ভালবাসা ও দেশত্ববোধ জন্মাতে পারি তাহলে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল,উন্নয়নশীল ও সভ্য জাতি হিসাবে বিশ্ব দরবারে গড়ে তোলা সম্ভব। আসুন সকলে সকলের তরে এগিয়ে আসি,এই হোক মোদের প্রার্থনা।