রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা লেগে ৩ সন্তানের জননী গৃহবধুর মৃত্যু হয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র বেলাল হোসেন ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ৩ সন্তান ও স্ত্রী ফারজানা বেগম (২৮) কে সাথে নিয়ে ভাত খেতে বসে।
এসময় ভাত খেতে খেতে গৃহবধু জানায়, তার গলায় মাছের কাঁটা লেগেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেলাল হোসেন তাৎক্ষনিক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোসনা করেন।
বেলাল হোসেন কবিরাজহাট এলাকার ডেকোরেটার ব্যবস্যায়ী। তার ১ ছেলে ও ২ মেয়ে।
ইউপি সদস্য হেলাল উদ্দিন ও সদস্যা লিপি বেগম জানায়, মৃত গৃহবধুর গলায় মাছের কাঁটা লেগে নাও মৃত্যু হতে পারে, তার পেশার ও হার্ডের সমস্যাও ছিলো।
ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যন বদিউজ্জামান পান্না ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, হঠাৎ তার মৃত্যুতে এলাকায় গভির শোকের ছায়া নেমে এসেছে।