রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম আহত হয়েছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বড় শীতলাই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত. মফিজ উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসমাইল ও নুরুল ইসলাম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইসমাইল। এ সময় গোয়ালপাড়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত চেয়ারম্যান নুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরই প্রতিভা এন্টারপ্রাইজের যাত্রীবাহী (রংপুর জ-১১-০০১৫) বাসটিকে স্থানীয়রা আটক করে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শীতলাই আলিম মাদ্রাসা মাঠে নিহত ইসমাইলের জানাযায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।