মানিক দাস ।। মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর মহকুমা বি.এল.এফ বাহিনীর ( মুজিব বাহিনী) অধিনায়ক ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মমিন খান মাখন বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিলাহি…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের প্রথম যানাজা আজ বাদ মাগরিব চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও পরবর্তীতে তার গ্রামের বাড়ি সদর উপজেলার রঘুনাথপুরে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মার্যাদায় তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে আব্দুল মমিন খান মাখন ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ চাঁদপুর মহকুমা কমিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতার পর তিনি আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন।