বৈশ্বিক করোনা মহামারির দ্বিতীয় ঢেউ দিন দিন আক্রান্তের হার বেড়েই চলছে। পাশা পাশি মৃত্যুর হার ও বেড়েছে বহুআংশে। সরকার ঘোষণা করেছে কঠোর লকডাউন। কোনো ভাবেই জনসাধারনকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। তবে কিছু মানুষ শতর্ক হয়েছে। যার প্রমান মিলেছে কঠোর লকডাউনের চতুর্থ দিন দেখা গেল।তারা করোনা হাত থেকে মুক্তি পেতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ভেকসিন টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনের জন্য হুমরি খেয়ে পরেছিল। ওই দিন দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেছে ১ হাজার ১ শ ৬৩ জন। তার জন্য তারা দীর্ঘ লাইনে দাড়াতে হয়েছে স্বাস্হ্য বিধি না মেনেই। তবু তারা করোনার হাত থেকে টিকা গ্রহণের মাধ্যমে মুক্তি পেতে চায়। ছবি ও প্রতিবেদনঃ মানিক দাস