মানিক দাস // বিশ্ব ভালবাসা দিবসে বড় স্টেশন মোলহেডে ছিল রোমিওদের ভিড়। তারা দিবসটিকে স্মরনীয় করে রাখতে সোমবার দুপুরের থেকে এখানে ছুটে এসেছে।
বিশ্ব ভালোবাসা দিবস, সে এক রূপকথার গল্প যেন । আরেক দিকে বসন্তে মন উতলা হয়, বসন্তে হাহাকার জাগে, হৃদয়ে প্রেম জাগে।
১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে উদযাপিত হয় ভালোবাসা দিবস। প্রচলিত ইতিহাসটি হচ্ছে রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মদানই এ ভালবাসা দিবস । সেন্ট ভ্যালেন্টাইনে ছিলেন একজন মানবপ্রেমিক ও খ্রিস্টধর্ম প্রচারক। রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ছিলেন বিভিন্ন দেব-দেবীর পূজায় বিশ্বাসী। ক্লডিয়াস সম্রাটের পক্ষ থেকে সেন্ট ভ্যালেন্টাইনকে দেব-দেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করায় তাকে কারারুদ্ধ করা হয়। তাছাড়া তিনি যাকে ভালবাসতেন তার জন্য তাকে ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই থেকেই ভ্যালেন্টাইন দিবসটি শুরু।
আর এ ভালবাসা দিবসের হাওয়া বাংলাদেশের চাঁদপুরেও লেগেছিল। গতকাল দুপুরের পর থেকে সকল বয়সী মানুষ শহরের বিনোদনের প্রাণকেন্দ্র বড় স্টেশন মোলহেডে ভীড়জমাতে থাকে। সন্ধ্যার পর ও স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, তরুন তরুণী সব বয়সী মানুষ ভালবাসা দিবসটিকে স্মরনীয় করে রাখতে এ স্হানে ছুটে যায়।আবার অনেকে গাছতলা ব্রিজে ও নতুন বাজার পুরান বাজার সেতুতে গিয়ে জমিয়ে আড্ডায় মেতে উঠে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, তরুন তরুণীরা এসব স্হানের ফোসকার দোকানে আপ্পায়নে মেতে উঠতে দেখা যায়।
অপর দিকে ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়েছে । বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে তারা বেরিয়ে পরেছিল মনের আনন্দে প্রকৃতির সঙ্গে নতুন সাজে প্রেমিক প্রেমিকারা ।