স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কলেজের শহীদ মিনারে অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় কলেজের উপাধ্যক্ষ মুনীর চৌধুরী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যান্য কর্মসূচি পালিত হয়।