বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় মতবিনিময়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা: এ,বি,এম, আবু হানিফ জানান-আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিন এ কার্যক্রম চলবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সি ৩২ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৩১ হাজার ৮০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান-জেলার ১১টি উপজেলায় ২ হাজার ৪০৩টি কেন্দ্রে ৭ হাজার ২০৯ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দ্বারা এই ক্যাম্পেইন পরিচালিত হবে। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ-মোর্শেদ, মেডিকেল অফিসার ডা: আশিষ কুমার সাহাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। সভায় সিভিল সার্জন ডা: এ,বি,এম, আবু হানিফ জানান জেলায় বর্তমান চার ধরনের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হচ্ছে।

ইতিমধ্যে জেলায় শতকরা ৪২শতাংশ নাগরিকদের করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তাই নওগাঁর যে কোন এলাকার যে কোন নাগরিক জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মহামারি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া সরকার বাহাদুর আগামী জুন মাসের মধ্যে দেশের শতকরা ৮০শতাংশ নাগরিককে করোনা ভাইরাসের টিকা প্রদান করার লক্ষ্যে নানামুখি পদক্ষেপ হাতে নিয়েছে। তাই করোনা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে স্বাস্থ্যবিধি বিশেষ করে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com