মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে আমরা আইন প্রয়োগে যথেষ্ট কঠোর হবো: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি:।। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমরা আইন প্রয়োগে যথেষ্ট কঠোর হবো। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করবো।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের খুচরা বিক্রেতা বেশি সমস্যা করে অতি মুনাফা লাভের আশায়। আমরা চাই এই আইন সম্পর্কে সচেতন করা। ভোক্তাদের অধিকারে সমস্যা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ভোক্তাদের অধিকারকে আপনাদের সমন্নুত রাখতে হবে। ভেজাল খাবার বিক্রি বা পণ্যের দাম বেশি রাখা যাবে না। আশাকরি এই কর্মশালার মাধ্যমে আপনারা সচেতন হবেন।

জেলা প্রশাসক বলেন, সরকারের যে আইন আছে সে আইন সম্পর্কে জানানো আমাদের লক্ষ্য। এক্ষেত্রে আমরা কাউন্সিলিং প্রতিনিয়তই করে থাকি। কাউন্সিলিং এর ফল কি হয় আপনারা তা জানেন। কিছু কিছু মানুষ আছে তাদের কাউন্সিলিং প্রয়োজন হয় না। কারণ তারা কাউন্সিলিং করার যোগ্য না।

ফার্মেসীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনি আপনার প্রটোকল মেইনটেইন করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ যেখানে রাখতে হবে সেখানেই রাখেন। আপনি যখন নিয়মানুযায়ী কাজ করবেন তখন কেউ আইন প্রয়োগ করবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত,  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার, বেকারি মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, জেলা ক্যাবের যুগ্ম সস্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর প্রমূখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নুর হোসেন। ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com