চাঁদপুর প্রতিনিধি:।। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমরা আইন প্রয়োগে যথেষ্ট কঠোর হবো। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করবো।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের খুচরা বিক্রেতা বেশি সমস্যা করে অতি মুনাফা লাভের আশায়। আমরা চাই এই আইন সম্পর্কে সচেতন করা। ভোক্তাদের অধিকারে সমস্যা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ভোক্তাদের অধিকারকে আপনাদের সমন্নুত রাখতে হবে। ভেজাল খাবার বিক্রি বা পণ্যের দাম বেশি রাখা যাবে না। আশাকরি এই কর্মশালার মাধ্যমে আপনারা সচেতন হবেন।
জেলা প্রশাসক বলেন, সরকারের যে আইন আছে সে আইন সম্পর্কে জানানো আমাদের লক্ষ্য। এক্ষেত্রে আমরা কাউন্সিলিং প্রতিনিয়তই করে থাকি। কাউন্সিলিং এর ফল কি হয় আপনারা তা জানেন। কিছু কিছু মানুষ আছে তাদের কাউন্সিলিং প্রয়োজন হয় না। কারণ তারা কাউন্সিলিং করার যোগ্য না।
ফার্মেসীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনি আপনার প্রটোকল মেইনটেইন করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ যেখানে রাখতে হবে সেখানেই রাখেন। আপনি যখন নিয়মানুযায়ী কাজ করবেন তখন কেউ আইন প্রয়োগ করবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার, বেকারি মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, জেলা ক্যাবের যুগ্ম সস্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর প্রমূখ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নুর হোসেন। ।