মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

ভোগ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম থাকা যাবে না: ভোক্তার ডিজি

  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, ‘বর্তমানে ভোগ্যপণ্যের বাজারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, মজুতদারি, অতিমুনাফা সেগুলো চিহ্নিত করা হচ্ছে৷ এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ভোগ্যপণ্যে যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে। এ বিষয়ে আমাদের অবস্থান থাকবে কঠোর।’

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা, পরিবহন ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার রাতে সোনামসজিদ স্থলবন্দর ঘুরে দেখেন এবং কি পরিমাণ কাঁচা পণ্য আটকে রয়েছে তা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বন্দরে যে সমস্ত কাঁচা পণ্য রয়েছে সেগুলো খুলে পণ্যের মান যাচাই করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি বলেন, ‘বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য সহায়ক। সোনামসজিদ স্থলবন্দরে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। আগে একটা রাজনৈতিক দলের সহযোগিতা ও ছত্রছায়ায় এসব চাঁদাবাজি হয়েছে। কিন্তু এখন যেহেতু তারা নেই তাই চাঁদাবাজি বন্ধ হবে। এ নিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।’

তিনি আরও বলেন, বন্দর সম্পর্কিত কিছু ভোগ্যপণ্যের যে আমদানি সমস্যা এর সঙ্গে ভোক্তাদের ভোগান্তি, মূল্যবৃদ্ধিতে সমস্যা এসব বিষয়গুলো সরেজমিনে জানতে শনিবার সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি, কিছু পণ্য আমদানির পরে নষ্ট হয়। আজকে বন্দর ও বিপণন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কিছু সমস্যার কথা জানতে পেরেছি। এর মধ্যে কিছু সমস্যা সরকারকে অবহিত করা দরকার, তা জেনেছি। পাশাপাশি কিছু সমস্যা যা স্থানীয় ভাবে সমাধান করতে বলা হয়েছে।

মতবিনিময়কালে আমদানিকারকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতারা, পরিবহন মালিক গ্রুপের নেতারা, পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধি, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান আমদানি-রপ্তানিতে যেসব সমস্যা রয়েছে, সেসব সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক ফকির আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি শহিদুল ইসলামসহ অন্যরা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com