ডেক্স রিপোর্ট: শিশুর নাম- ইসমাইল, বয়স-০৭, পিতার নাম-রফিক, মাতা-সালমা, ভাইয়ের নাম- রিফাত, কাকার নাম- রিপন। সে মদিনাতুল মাদ্রাসার ছাত্র। তার মাদ্রাসার হুজুরের নাম-মোস্তফা, তার মামার নাম-কবির।
শিশুটি তার বাড়ী মতলব বলেছে আর কিছু বলতে পারছেনা। তাকে সিলেটে পাওয়া গিয়েছে। বর্তমানে সে সিলেটে সরকারি তত্ত্বাবধানে আছে। প্রকৃত অভিভাবককে তথ্য প্রদানকারী কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর মোবাইল নম্বর 01534849772 এ জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।