মানিক দাস // ইজিবাইক চালক ইসমাইল ছৈয়াল (৬৫) কে অজ্ঞান করে তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। সোমবার ৪ নভেম্বর দুপুরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক বেশে মুখে মাক্স পরিহিত দুই যুবক ওই ইজিবাইকে করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আসে।
ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিষ পানে আত্মহত্যার চেষ্টার এক রোগীকে সেবা প্রদানের সময় অনেক দর্শনাটির ভিড় হয়। মানুষের ভিড়ের কারণে ওই দুই দুর্বৃত্ত পালিয়ে গেলেও ইজিবাইক চালক গাড়িতে ঢলে পরে। ঠিক ওই সময় হাসপাতালে চত্বরে থাকা কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
ইজিবাইক চালক ইসমাইল ছৈয়ালের স্ত্রী রাজিয়া বেগম বলেন, তার স্বামীকে অজ্ঞান করে গাড়িটি চুরি করার ধান্দায় ছিল ওই যাত্রীরা। মানুষের কাছে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। জ্ঞান ফেরেনি রাত ৮টায় ও তা জ্ঞান ফেরেনি।
ইজিবাইক চালক ইসমাইল ছৈয়ালের বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর ফতেপুর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ বলেন, অজ্ঞাত পরিচয়ে প্রথমে ওই ইজিবাইক চালককে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে আসে। তার সার্বিক চিকিৎসার বিষয়ে আমরা নজর রাখছি।