মতলব প্রতিনিধি: নৌকা মার্কার সমর্থনে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে অবস্থিত মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি সমবায় সমিতি ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
পূর্বাঞ্চলীয় সিএনজি সমবায় সমিতির পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, সমবায় সমিতির সভাপতি শাজাহান প্রধান, সহ সভাপতি অলিউল্লাহ, সাধারণ সম্পাদক মামুন প্রধান, ইজিবাইক সমিতির সভাপতি ফারুক প্রধানসহ সিএনজি-আটো রিক্সার শতাধিক শ্রমিক উপস্থিথ ছিলেন।