মতলব প্রতিনিধি: খালের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে নামের পিয়াস সাহা (১৪) নামের এক প্রতিবন্ধীর শিশুর। ১ মে দুপুরে মতলব পৌরসভার পূর্ব কলাদীর ঝমঝম খালে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে গোলস করার জন্য বন্ধুদের ওই খালে যায় সে।
গোসল শেষে অন্যরা বাড়ি ফিরে এলেও কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা তার। পরিবারের সদস্যরা খালের পাড়ে এসে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। প্রতিবন্ধী ওই ছেলেকে খালের পানিতে খোঁজতে প্রথমে স্থানীয়রা চেষ্টা চালায়। পরে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা চাঁদপুর থেকে ডুবুরি দল এনে শিশুটির লাশ পানি থেকে উদ্বার করে।
পিয়াসের মা চন্দনা রানী সাহা বলেন, ১০ বছর আগে তার বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকি। তাকে সব সময় চোখে চোখে রেখেছিলাম কিন্তু আজ আমার সব শেষ।