মানিক দাস //
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পূর্ব দিঘলদী এলাকায় মঙ্গলবার ১ মার্চ সকালে হাসিনা বানু(৭৮) নামের বৃদ্ধা মহিলা মনিং ওয়ার্কে বের হলে বালুর ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। তিনি দক্ষিণ দিঘলদী গ্রামের মৃত সিদ্দিক গাজীর স্ত্রী। ঘটনার পর পরই ট্রাকসহ চালক রাসেল (৩৫) পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো হাসিনা বানু সকালে ব্যায়াম করতে নিজ বাড়ীর রাস্তায় বের হলে সামনে থাকা বালুর ট্রাকটি ঘুরাতে গিয়ে চালকের অসাবধানতা বশত ওই মহিলার উপর উঠিয়ে দেয়। এতে তাঁর মাথা থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শি এক যুবক বলেন,ট্রাক মালিক একই বাড়ীর হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে একটি বিশেষ মহল।
থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া বলেন, দূঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পাঠানো হয়েছে। ট্রাক ও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।