মতলব প্রতিনিধি: ২০০৫ সালের ১৯ ফেব্রুয়ারি কালবৈশাখী ঝড়ে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এম ভি মহারাজ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১৯ ফেব্রুয়ারি মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী শিলাত জাহান অর্থিসহ সকলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্কুলের মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও সূর্যমুখী কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু। স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষক হোসেন আহমেদ। এ সময় স্কুল পরিচালনা পর্ষদের সম্পাদক প্রকৌ. ফারুক বিন জামান, আল আমিন ক্রিড়া চক্রের সভাপতি এসএম সেলিম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য দিজেন দাস, নাজমুল আহসান খোকন, রোটা. গোলাম সারওয়ার সেলিম, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সোবহানসহ স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে লিটল স্কলার্স একাডেমির উদ্যোগে লঞ্চ দূর্ঘটনায় নিহতদের স্মরণে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে সহকারি শিক্ষক কামরুল ইসলামের শিহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুল হাসান জুয়েল, রোটা. রেদওয়ান আহমেদ জাকির, রোটা. মোঃ মনির হোসেন, মোঃ শাহআলম বাদল, সহকারি শিক্ষক সেলিম প্রধানীয়া, কাউছার মিয়াজী, নুরুজ্জামান পাভেল, সুমন সাহা, দেওয়ান ইমরান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বকর সিদ্দিক।