মতলব প্রতিনিধি: ১শত ৫৫ পিচ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত দুই দিনে পুলিশের চলমান অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ৩০ মার্চ অভিযান চালিয়ে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও গ্রামের মিয়াজী বাড়ি থেকে মাদক ব্যবসায়ী মোঃ কাউছার মিয়াজী (৪২) ও মোঃ ইউনুছ শাহ (২৮) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্বার করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল, এসআই মোঃ জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
ওসি একেএমএস ইকবাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।