সুমন আহমেদ :
মতলব উত্তরের মেঘনা নদীতে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান পরিচালিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত্ম মেঘনা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ১০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উলস্নাহ।
অভিযানকালে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রশিক্ষিত দল ও উপজেলা মৎস্য অফিস মতলব উত্তর। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উলস্নাহ।