সুমন আহমেদ :
মতলব উত্তরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়েছে মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪টি মশারি জাল ও ৪টি বেহুন্দী জাল জব্দ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার মেঘনা নদীর বোরচর ও চরউমেদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।
অভিযান সূত্রে জানা যায় যে, মেঘনা ধনাগোদা নদীসহ বিভিন্ন জলসীমা থেকে কিছুসংখ্যক সংঘবদ্ধ অসাধু জেলের দল নির্বিচারে অবৈধ বেহুন্দি জাল ও মশারী জালে দেশি প্রজাতির পোনা নিধনে মেতে উঠেছে। পোনা ধরা নিষেধ থাকলেও ক্ষতিকর এ সমস্ত জালের মাধ্যমে দেশি প্রজাতির মাছের বংশবিস্তার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অন্যান্য সচেতন জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষ।
অভিযান প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ক্ষতিকর বেহুন্দি জাল নদী নালা ও বিভিন্ন জলসীমায় সারাবছর নিষিদ্ধ। বেহুন্দি জাল ও মশারী জাল দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা ধ্বংস করে এবং কারেন্ট জালে মা ইলিশ, জাটকা ও অন্যান্য ডিমওয়ালা মাছ নিধন করে। এরূপ জাল উৎখাতসহ পোনা মাছধরা বন্ধে উপজেলা মৎস্য বিভাগের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।