সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
এসময় নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামীলীগ সরকার আপনাদের দুঃসময়ে সবসময় পাশে থাকে। যেখানে অনেক ধনী দেশ টিকা দিতে পারছেনা সেখানে বাংলাদেশ সরকার গণ টিকা কার্যক্রম শুরু করেছে। গণ টিকা কার্যক্রম আওয়ামীলীগ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। আওয়ামীলীগ সরকার বলেছিল দেশের সকল নাগরিক টিকার আওতায় আসবে, গণ টিকা কার্যক্রম তারই অংশ বিশেষ। আওয়ামীলীগ যে কথা বলে সেভাবে কাজ করে।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে সহকারী শিক্ষক শ্যামল কুমার বাড়ইয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আসাদুজ্জামান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন খাঁন ওপেল সহ নেতৃবৃন্দ।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা গেছে। সকলেই মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।গণটিকা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে মানুষের মাঝে টিকার ভীতি আর নেই। তারা স্বাচ্ছন্দের সাথেই টিকা গ্রহণ করছেন।
বিনামূল্যে কোভিট-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।