মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স এখলাছপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী দুলাল মোল্লা (৫৬)কে আটক করা হয়। আটককৃত দুলাল মোল্লা এখলাছপুর মোল্লা বাড়ীর মৃত লোকমান মোল্লার ছেলে।
উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দেহ তল্লাশী কওে তার হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুলাল মোল্লার বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।