মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের ৫নং ওয়ার্ড (ঘনিয়ার পার, দেওয়ানজী কান্দি, দুলাল কান্দি, ওটারচর, মালাইর কান্দি, ছৈয়াল কান্দি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০ অক্টোবর বিকালে উপজেলার ছেংগারচর পৌর এলাকার উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন ফরাজী। সঞ্চালনায় ছিলেন- ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জামান সরকার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লা মাস্টার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য মো. কামরুজ্জামান ইয়ার হোসেন, উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উলাহ দর্জি, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর শাহনূর বেপারী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. আল-আমিন সরকার, সম্মেলন প্রস্তুতি সদস্য ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহাদাত হোসেন খোকন ঢালী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান ছেংগারচর পৌরসভার , ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান যুবলীগ , ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা এনায়েত উলাহ বেপারী, আব্দুল লতিফ মিয়াজী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা মোহাম্মদ ওমর খান, মুছা বেপারী, বজলুল গনি, শরিফ সরকার পৌর যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আরিফ হোসেন শিকদার, পৌর যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ ফাঁকা, পৌর যুবলীগ নেতা মো. শাহিন প্রধান (মাষ্টার) ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম, কামরুজ্জামান সহ পৌর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এরপর ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জামান সরকারের সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতি পদে নাসির মোলা,শাহান শাহ কামাল বাবু, শরিফ উদ্দিন, আমির হোসেন। অপরদিকে সাধারণ সম্পাদক , সাগর প্রধান, আসলাম পাঠান ,মোহন বেপারী আলম প্রধান।