স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের মধ্যে ঠেটালীয়া গ্রামের মোঃ শাজান খান আপেল এর ছেলে মাদ্রাসায় পড়ুয়া ৯ বছরের শিশু আব্দুল কাইয়ুম নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টা পর উদ্ধার।
ঘটনার বিবরনে জানা যায়, আব্দুল কাইয়ুম ঠেটালীয়া নোয়াবপুর মাদ্রাসায় লেখা পড়া করতো। দুই আড়াই বছর যাবৎ নীয়মিত লেখা পড়া করে আসছে। গত ১৫ ফ্রেরুয়ারী বিকাল তিন টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজির পর গত ১৬ ফ্রেরুয়ারী সন্ধ্যায় ঐ এলাকার মোঃ মতিন নামে এক ব্যাক্তি শিশু বাচ্চা আব্দুল কাইয়ুম কে উদ্ধার করে তার মায়ের কাছে বুজিয়ে দেন। তবে শিশু বাচ্চা টির মা সামিনা বেগম বলেন, মতিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন কোথা থেকে শিশু টি উদ্ধার করা হয়েছে পরে জানাবেন। এ দিকে উদ্ধার করা শিশু বলেন, ঐ দিন বিকালে মা আমাকে গোসল করে খাইয়ে দিবে, এসময় আমি বাড়ির সামনে দাড়িয়ে থাকি, দু,জন মুখোশ ধারী লোক আমাকে নিয়ে আমার পাশের বাড়ির সিরাজ বেপারীর ঘরের খাটের নীচে আমাকে চোখ, মূখ, হাত, পা বেধে আমার পেটের উপর তিন টি ছুরি ও একটি গ্যাস লাইট বেধে রাখেন, মতিন আমাকে এখান থেকে নিয়ে আমার মার কাছে বুজিয়ে দেন বলে জানান শিশু আব্দুল কাইয়ুম। এদিকে কাইয়ুম এর মা, বাবা, দাদা বলছেন মতিন আমাদের হুমকি দিচ্ছে। পরিবারটি কে থানায় মামলা দায়ের না করতে দেয়ার হুমকি দিচ্ছে। এদিকে শিশু টিকে উদ্ধার কারী মতিন বলেন লুধুয়া আমতলা থেকে বাচ্চা টিকে উদ্ধার করে বাচ্চা টির মার কাছে বুজিয়ে দেন বলে জানান। পরিবার টি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসল রহস্য উদঘাটন করার জন্য কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা বাসি।