সুমন আহমেদ :
মতলব উত্তরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১লা মার্চ মঙ্গলবার উপজেলার ওটারচর গ্রামের খান বাড়িতে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ওটারচর গ্রামের বাদল খানের সাথে প্রতিবেশী রেহান উদ্দিন খানের সাথে বিরোধ চলছিল। ঘটনার দিন বাদল খানের ছেলে ফয়সাল (৬) বন্ধুদের নিয়ে রেহান উদ্দিন খানের বালির উপর খেলা করছিল। বালি নিয়ে খেলা করায় বালি ছড়িয়ে ছিটিয়ে যায়। এ অবস্থায় রেহান উদ্দিন এসে ফয়সালকে পিটিয়ে জখম করে।
খবর পেয়ে ফয়সালের মা ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা করান।
এ বিষয়ে ফয়সালের মা রিনা বেগম বলেন, প্রতিবেশী রেহান উদ্দিনের সাথে আমাদের পূর্ব শত্রতা আছে। সেই কারনেই রেহান খান আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে ।
এ বিষয়ে বাদল খান বলেন, আমার সাথে রেহানের শত্রুতা থাকার কারনেই এই কাজ করছে।
ঘটনা জানতে অভিযুক্ত রেহান উদ্দিন খান জানান, প্রতিদিন শিশুরা এসে আমার বালিগুলোর উপর খেলা করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে । আমি এসব দেখে রাগ হই। তার পরও কথা না শোনায় গাছের চিকন ডালা দিয়ে ২/১ টা বাড়ি মেরেছি।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে।ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।