সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত ৫শ’ ৭৪ জন জেলেদের মাঝে ঝাটকা রক্ষায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গত ১ লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ আহরনসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলের এই ২ মাস নদীতে না নামতে ও ঝাটকা ইলিশ না ধরতে অনুরোধ করা হয়। এ জন্য নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন খান ওপেল নিবন্ধিত ৫ শত ৭৪ জন জেলে পরিবারের হাতে এ চাল তুলে দেন। চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি সচিব মোহাম্মদ মানিক মিয়া, মৎস্য প্রতিনিধি, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও অনান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন খান ওপেল বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘাটতি কখনোই আসবে না। তিনি ঝাটকা ইলিশ রক্ষায় জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।