মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর থানা পুলিশর বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী মাদক ব্যবাসায়ী এস এম দুলাল হোসেন (৫৩) কে গ্রেফতার করেছে। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মৃত পন্ডিত বেপারীর ছেলে।
গতকাল বিকেলে এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সেখানে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার তার জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরণ করা আদেশ দেন।
এলাকাবাসী জানান, দুলাল হোসেন বেপরোয়া প্রকৃতির লোক। গত কয়েক মাস পূর্বে তার আপন ভাগ্নাকে প্রাণে মারার হুমকি দিলে সে আত্মরক্ষার্থে থানায় অভিযোগ দায়ের করে। মাতাল প্রকৃতির বিধায় কেউ তার সাথে ভয়ে কথা বলতে চায়না। আপন বোন ভাগ্না, ভগ্নিপতি কারো সাথেই সম্পর্ক নেই বললেই চলে। পরিবারের সকল সদস্যদের সম্পত্তি থেকে বঞ্চিত করাই তার মূল লক্ষ্য। পার্শ্ববর্তী স্কুল মাষ্টার (অলু প্রধান) এর নিকট জমি বিক্রি করে তাকে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি। জমি দখল নিতে চাইলে উল্টো মারধর করে প্রাণে মারার হুমকি দেয় দুলাল। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধর করে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শুধু তাই নয় আপন বোনদেন সম্পত্তি গ্রাস করার জন্য এসএম দুলাল একাধীকবার বোনদের প্রাণে মারার হুমকি দেয়। আপন বোনকে শ্লীতাহানীর করেছে বিধায় কোর্টে মামলা করেছে তার বোন। দুলাল দেশে স্থায়ীভাবে বসবাস শুরু থেকেই বেকার হতাশাগ্রস্থ হয়ে গাঁজায় আসক্ত হয়ে গাজা বিক্রি শুরু করে। বিধায় পরিবার পরিজন কিংবা আশপাশের লোকজনদের সাথে বাজে আচারন করে থাকে। তাদের এসব কারণে আতংকিত সরদারকান্দি গ্রামের সাধারণ লোকজন। এই অত্যাচার থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ প্রসঙ্গে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামীকে আটক করা হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।